বাংলাদেশের বিজয়ী জনগণকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী ও দেশটির কমিউনিস্ট পার্টির (ইউএমএল) প্রেসিডেন্ট কে পি শর্মা অলি। আজ সোমবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কাঠমান্ডুতে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন। সে সময় নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে এ অভিনন্দন জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইফুল হকের প্রায় দেড় ঘণ্টা মতবিনিময় হয়। এ সময় বাংলাদেশ ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক, উপমহাদেশের পরিস্থিতি, আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন, জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থান ও গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচনসহ এ অঞ্চলের গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জনগণ আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তাঁদের রাজনৈতিক প্রতিনিধি নির্বাচন করবেন, এমনটাই আশা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, বাংলাদেশের স্থিতিশীলতা এই অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নের জন্য জরুরি। পাশাপাশি সাইফুল হক প্রত্যাশা করেন, কে পি শর্মা সরকারের আমলে বিদ্যুৎ, পানিসহ শিল্প, কৃষি ও বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক চার দিনের সফরে নেপাল যান। এই সফরে তিনি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শংকর পোখরেল, সে দেশের কমিউনিস্ট ও বামপন্থী নেতা, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সফরের শেষ দিনে আজ প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সঙ্গে বৈঠক করেন।