উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রোববার।
এই ধাপে ১১২টি উপজেলায় ভোট হবে ২৯ মে। তৃতীয় ধাপের ভোটের জন্য ১ হাজার ৫৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ২ মে ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
পিরোজপুরের ভান্ডারিয়া এবং যশোরের অভয়নগর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে রয়েছেন।
পিরোজপুরের ভান্ডারিয়া, চট্টগ্রামের চন্দনাইশ এবং সুনামগঞ্জের ছাতকে নারী ভাইস চেয়ারম্যান পদেও একজন করে প্রার্থী রয়েছেন।
এবারের উপজেলা নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোটের লড়াই শেষ হয়েছে।
দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায় ভোট হবে ২১ মে। আর তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫টি উপজেলায় ভোট গ্রহণ হবে ৫ জুন।