‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

গণতান্ত্রিক নাগরিক শক্তি নামে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান মঞ্চে দলের নেতারা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবেছবি: তানভীর আহাম্মেদ

গণতান্ত্রিক নাগরিক শক্তি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই দলের আত্মপ্রকাশ হয়। দলটির চেয়ারম্যান আব্দুল মালেক ফরাজী আগে গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন।

নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল মালেক ফরাজীর ৪৩ জন অনুসারী উপস্থিত ছিলেন। এর মধ্যে নারী ছিলেন দুজন। দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ মিয়াজী প্রথম আলোকে বলেন, দলটির চেয়ারম্যান আব্দুল মালেক ফরাজীর বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। তিনি ৪৩ বছর ধরে ফ্রান্সে ছিলেন। একসময় তিনি শিক্ষকতা করতেন। এখনো তাঁদের দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি বলেও জানান তিনি।

জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুল মালেক ফরাজীকে ২০২৩ সালের ২৩ নভেম্বর গণ অধিকার পরিষদের (ড. রেজা কিবরিয়া) যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হওয়ার কারণে ফরাজীকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

নিজ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আব্দুল মালেক ফরাজী বলেন, কারও দালালি করার জন্য তিনি দল গঠন করেননি। দেশ রক্ষার জন্য যাঁরা রাজনীতি করেন, তাঁদের সঙ্গে তিনি থাকবেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন দলের পক্ষে একটি ঘোষণাপত্র পড়ে শোনান দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন খান। এতে বলা হয়, দেশে নানা ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহুস্তরবিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারা স্থাপনে দলটি কাজ করবে।

গণতান্ত্রিক নাগরিক শক্তি নামে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত দলের কর্মী–সমর্থকেরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে
ছবি: তানভীর আহাম্মেদ

অনুষ্ঠানে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, গণ আজাদী লীগের সভাপতি আতা খান, বাংলাদেশ সর্বজনীন দলের সভাপতি নুর মুহাম্মদ ও পাবনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ–উপাচার্য সাজ্জাদ দেওয়ান উপস্থিত ছিলেন।

নতুন দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ মিয়াজী প্রথম আলোকে বলেন, এখনো তাঁদের দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।

বর্তমানে দেশে নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত ৪৯টি দল আছে। নিবন্ধন ছাড়া মোট কতটি দল আছে, তার সুনির্দিষ্ট হিসাব এখন পর্যন্ত পাওয়া যায়নি।