সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য দেন। ঢাকা, ৩ জানুয়ারিছবি: বিজ্ঞপ্তি

সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির (চরমোনাই পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ‘সুন্দর দেশ গড়ার একমাত্র রক্ষাকবচ ও তার নীতি-আদর্শের নাম হলো ইসলাম। আর এই সুন্দর দেশ পরিচালনার জন্য নির্বাচন হতে হবে পিআর সিস্টেমে। ব্যবসা করতে হলে পুঁজি দরকার। পুঁজি খাটাবেন না অথচ ব্যবসায় খুব লাভ হবে, এটা অকল্পনীয়, সেটা সম্ভবও নয়।’

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম এ কথা বলেন।

জাতীয় পার্টি (জাপা), জামায়াতে ইসলামী, এবি পার্টি, সিপিবি, গণসংহতি আন্দোলনসহ অনেকেই নির্বাচনপদ্ধতি পরিবর্তনের পক্ষে। তারা জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা চালুর কথা বলছে। সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলো আসনভিত্তিক কোনো প্রার্থী থাকবেন না। ভোটাররা দলীয় প্রতীকে ভোট দেবেন। একটি দল যত শতাংশ ভোট পাবে, সে অনুপাতে সংসদের আসন বণ্টন হবে।

চরমোনাই পীর ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে পিআর পদ্ধতিতে আবারও নির্বাচন অনুষ্ঠানের দাবি করেন। দেশ নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সে যেই হোক, এই দেশ নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, তা আমরা সহ্য করব না। বারবার আমাদের বিশ্বের কাছে আমাদের চোর বানিয়েছে, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করেছে, সেই দুর্নীতিবাজদের ক্ষমতার মসনদের বসিয়ে আবার তামাশা দেখব, জনগণ আর সহ্য করবে না।’

ইসলামী আন্দোলনের আমির বলেন, গত ৫ আগস্টের পর বাংলাদেশের যে নতুন পরিস্থিতি হয়েছে, তা অর্জনে হাজারের অধিক মানুষ নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, ‘আমরা দেখছি, তারা অগোছালোভাবে দেশ পরিচালনা করছে। এই অগোছালোভাবে দেশ পরিচালনার সুযোগ নিয়ে অনেকে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছে, তা দেশের মানুষ কখনো মেনে নেবে না।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান প্রমুখ।

সম্মেলনে খলিলুর রহমানকে সভাপতি এবং কে এম বিল্লাল হোসেনকে সেক্রেটারি জেনারেল করে ২০২৫-২৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।