আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিএনপির মিছিল
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি হয়।
মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়। সেটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। সেখানে রুহুল কবির রিজভী সংক্ষিপ্ত বক্তব্য দেন।
রিজভী বলেন, বাংলাদেশে নিজেদের ‘মাস্টারপ্ল্যান’ (মহাপরিকল্পনা) বাস্তবায়ন না হওয়ায় ভারত অযাচিত উদ্বেগ ও উগ্রতা প্রকাশ করছে। ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নেই। তাঁদের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সেসব নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। অথচ তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অস্থিরতা দেখাচ্ছে।
বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন বিএনপির নেতা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব হাবীব উন-নবী খান, আবদুস সালাম আজাদ, সুলতান সালাউদ্দিন, তানভীর আহমেদ, মীর সরাফত আলী, কৃষিবিদ শামিমুর রহমান, যুবদল সভাপতি আবদুল মোনায়েম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুবদল মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন, দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম, যুবদলের সাবেক নেতা গিয়াস উদ্দিন প্রমুখ।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় গতকাল সোমবার দুপুরে বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালান। হামলার পর সেখানে কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।