ওমরাহ শেষে ঢাকায় ফিরেছেন মির্জা ফখরুল
পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বেলা দেড়টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ২ মে মির্জা ফখরুল স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে ওমরাহ করতে যান।
বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ওমরাহ করতে গিয়েছিলাম, শেষ করে এলাম। আল্লাহর ঘরে বসে দেশবাসীর জন্য দোয়া করেছি।’
এ সময় বিমানবন্দরে বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও মহাসচিবের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী উপস্থিত ছিলেন।
বিএনপির সূত্র জানিয়েছে, বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফেরার পর কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান। রাতে তিনি স্থায়ী কমিটির বৈঠকে অংশে নেবেন।