পদযাত্রা শুরুর আগে ঢাকার গাবতলীতে চলছে বিএনপির সমাবেশ
মিছিল-স্লোগান নিয়ে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় এখনো জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। এরই মধ্যে সেখানে শুরু হয়েছে সমাবেশ।
সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে পদযাত্রার কর্মসূচি পালন করবে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল। এর আগে গাবতলীতে সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে।
গাবতলীতে মাজার রোডসংলগ্ন পুরোনো গাবতলী অংশ থেকে গাবতলী বাস টার্মিনাল হয়ে আমিনবাজার সেতু অংশ পর্যন্ত বিএনপির নেতা–কর্মীরা সড়কের উত্তর পাশে অবস্থান নিয়েছেন। তাঁরা সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন।
পদযাত্রার শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করছে বিএনপি। এ জন্য ট্রাকে একটি মঞ্চ করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ সমাবেশে বক্তব্য দেওয়ার কথা।
মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, বিএনপি নেকা আবদুল কাদের ভূঁইয়া, নাজিম উদ্দিন, যুবদলের সিনিয়র সভাপতি মামুন হাসান, ঢাকা উত্তর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করছেন আমিনুল হক।