‘আগুন–সন্ত্রাসের’ প্রতিবাদে জাসদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আজ সোমবার সকালে বিক্ষোভ সমাবেশ করেন জাসদ নেতারা। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়
ছবি: সংগৃহীত

বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচিকে ‘আগুন–সন্ত্রাস’ বলে উল্লেখ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির নেতারা অভিযোগ করেছেন, বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতির পথ পরিহার করে একটি সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আজ সোমবার সকালে বিক্ষোভ সমাবেশে জাসদ নেতারা এসব কথা বলেন। বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধ কর্মসূচির শেষ দিন আজ সোমবার অবরোধবিরোধী এ কর্মসূচি পালন করে জাসদের ঢাকা মহানগর কমিটি।

সভায় বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচনের আগেই ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা চায়। এই আন্দোলনের সঙ্গে জনগণের কোনো স্বার্থ ও লাভ নেই। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জাসদ নেতারা। তাঁরা বলেন, দেশে আর কখনো অস্বাভাবিক সরকার আসতে দেওয়া হবে না।  

সমাবেশে সভাপতিত্ব করেন জাসদের ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি শফি উদ্দিন মোল্লা। অন্যদের মধ্যে জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আফরোজা হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ূম, রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ মোহসীন, শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, যুব জোটের সভাপতি শরিফুল কবির প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন, তোপখানা, প্রেসক্লাব ও বায়তুল মোকাররম এলাকায় অবরোধবিরোধী মিছিল করেন জাসদের নেতা–কর্মীরা।