ঢাকায় জামায়াতের বিক্ষোভ
দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। আজ রোববার সকালে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে বারিধারা মাদ্রাসা পর্যন্ত রাস্তায় বিক্ষোভ মিছিল করেন জামায়াতের নেতা-কর্মীরা।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান গত ১৪ আগস্ট রাতে। দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় ‘বাধা’ দেওয়া এবং জামায়াত নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে দলটি আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিল শেষে বারিধারা মাদ্রাসার সামনে জামায়াতের নেতা-কর্মীরা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেই সমাবেশ থেকে দলটির আমীর শফিকুর রহমানসহ গ্রেপ্তার করা নেতা-কর্মীদের মুক্তি দাবি করা হয়।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, সরকারের আদর্শিক দেউলিয়াত্ব ও ক্ষমতা হারানোর ভয় এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন মৃত মানুষের আতঙ্কে নির্ঘুম। সে আতঙ্ক থেকে তারা ঢাকায় দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা করতে দেয়নি।
জামায়াত নেতারা এই সমাবেশ থেকে নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিও তুলে ধরেন। সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য জিয়াউল হাসান এবং জামাল উদ্দীন, কর্মপরিষদ সদস্য মাওলানা মুহিব্বুল্লাহ, মু. আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন, ছাত্রনেতা সালাহ উদ্দীন, আসাদুজ্জামান, আ. রহিম প্রমুখ।