এ বাজেট জনদুর্ভোগ কমাবে না: বাংলাদেশ জাসদ
প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট জনমনে কোনো আশার আলো দেখাবে না এবং জনদুর্ভোগ কমাবে না বলে মনে করছে বাংলাদেশ জাসদ।
আজ শুক্রবার দলটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক যৌথ বিবৃতিতে বাজেট প্রতিক্রিয়া জানান। তাতে তাঁরা বলেন, দেশে বিরাজমান রাজনৈতিক সংকট, ডলার-সংকটসহ কঠিন অর্থনৈতিক পরিস্থিতি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে সরকারের দেওয়া বাজেট জনদুর্ভোগ কমাবে না। জনগণের ওপর পরোক্ষ কর আরোপ করে সরকারের আয় বৃদ্ধির কথা বলা হয়েছে।
রিটার্ন দাখিল করতে ন্যূনতম ২ হাজার টাকা কর নিম্নমধ্যবিত্তদের ওপর বোঝা বাড়াবে বলে মনে করছেন জাসদ নেতারা। তাঁদের ভাষ্য, যুবকদের কর্মসংস্থান ও গরিবদের জন্য বাজেটে কিছু নেই। শিক্ষা ও স্বাস্থ্য খাতও উপেক্ষিত। বৈদেশিক ঋণ পরিশোধ করতে গিয়ে বাজেটের এ হাল হয়েছে বলে মনে করছেন তাঁরা।
বাংলাদেশ জাসদ নেতারা বলেন, রাজনৈতিক সংকট নিরসন করে একটা জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো প্রতিশ্রুতি না থাকায় এই বাজেট কোনো ইতিবাচক প্রভাব ফেলবে না।