এবার ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে সমাবেশ করবে যুবলীগ

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান বক্তব্য দেন। ঢাকা, ২২ জুলাই
ছবি: খালেদ সরকার

‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের ঘোষণা দিয়েছে যুবলীগ। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশ’ থেকে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এ ঘোষণা দেন।

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ‘হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্য ও তাণ্ডবের’ প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ স্লোগানে বিএনপির তিন যুব-ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজধানী ঢাকাসহ ছয়টি বড় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ করে। এর প্রতিবাদে ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে সমাবেশের ঘোষণা দিল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান বলেন, ‘বিএনপি সন্ত্রাসীদের নিয়ে সমাবেশ করছে। এর প্রতিবাদে নতুন করে কর্মসূচি ঘোষণা করছি। আগামী ২৪ জুলাই (সোমবার) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তারুণ্যের জয়যাত্রা ব্যানারে সমাবেশ করব।’ তবে শনিবার রাতে যুবলীগের কেন্দ্রীয় দপ্তর থেকে সাংবাদিকদের জানানো হয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ ২৪ জুলাইয়ের পরিবর্তে ২৭ জুলাই নির্ধারণ করা হয়েছে।

‘শান্তি সমাবেশে’ বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। ঢাকা, ২২ জুলাই
ছবি: প্রথম আলো

শান্তি সমাবেশের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিএনপিকে বলব, আপনারা নৈরাজ্য, সংঘাত এবং ষড়যন্ত্রের পথ পরিহার করুন। আপনাদের মুরব্বিদের (বিদেশি) ওপর ভরসা করে লাভ নেই। অর্থনৈতিক মন্দার ফলে তারা এখন নিজেদের নিয়েই ব্যস্ত। আপনাদের কেউ জামিনদার হবে না। জামিনদার, আমমোক্তার দিয়ে আপনারা পার পাবেন না। আপনাদের জামিন কেউ করবে না। কাজেই ষড়যন্ত্রের পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসেন।’

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘এই দেশে শিক্ষার অবস্থা ভালো ছিল না, চিকিৎসার অবস্থা ভালো ছিল না। আজকে ২২ হাজার কমিউনিটি ক্লিনিক শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন। আজ গ্রামেও চিকিৎসাসেবা পাচ্ছে মানুষ। আর অন্নের কথা যদি বলতে হয়, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ।’

‘শান্তি সমাবেশের’ সভাপতি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন। বিএনপির এক দফার চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন করে লাভ নেই। সংবিধান অনুযায়ীই আগামী সংসদ নির্বাচন হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন সংসদ সদস্য তানভীর শাকিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান, সহসভাপতি কাজী শহিদুল্লাহ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন প্রমুখ।