অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান বাংলাদেশ জাসদের

অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশে শান্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাসদ।

আজ মঙ্গলবার বাংলাদেশ জাসদের কার্যালয়ে এক সভায় এই আহ্বান জানানো হয়। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বাংলাদেশ জাসদ নেতারা বলেন, আন্দোলনকে বিপথগামী করার জন্য একশ্রেণির ষড়যন্ত্রকারী সুপরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘু, সরকারি স্থাপনা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠসহ অন্যান্য ভাস্কর্য, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত জাদুঘরের ওপর হামলা করেছে। তারা খুনাখুনিতে লিপ্ত হয়েছে। সংগ্রামী ছাত্র–জনতাকে এ ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান জানায় বাংলাদেশ।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আবদুস সালাম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া। আলোচনায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, করিম সিকদার, মঞ্জুর আহমেদ, আনোয়ারুল ইসলাম, নাসিরুল হক নওয়াব প্রমুখ।