২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সালাহউদ্দিন আহমেদকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান বিএনপির

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
ছবি: প্রথম আলো

ভারতের সর্বোচ্চ আদালত থেকে খালাস পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ভারতের সর্বোচ্চ আদালতের রায় ও নির্দেশের পরিপ্রেক্ষিতে অবিলম্বে সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আহ্বান জানাচ্ছি।’

বিএনপির মহাসচিব বলেন, সালাহউদ্দিন আহমেদ আট বছর ধরে ভারতে মিথ্যা মামলা মোকাবিলা করে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। তাঁকে অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত করে বিচারের সম্মুখীন করা হয়। অবশেষে তিনি বিচারিক আদালত ও আপিল আদালতের রায়ে খালাস পেয়েছেন। রায়ে প্রমাণিত হয়েছে সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশের এই অবৈধ সরকার চক্রান্ত করে সীমাহীন নির্যাতন ও হয়রানি করেছে। তাঁকে বিনা কারণে অন্যায়ভাবে দীর্ঘ ৮ বছর ভারতে কারাগারে এবং নজরবন্দী অবস্থায় কাটাতে হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সালাহউদ্দিন আহমেদকে ফিরিয়ে আনার দায়িত্ব বাংলাদেশ সরকারের। আমরা তাঁকে নিঃশর্তভাবে মুক্ত অবস্থায় ফেরত চাই।’

‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্ত চাই’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। তিনি বলেন, ‘আমরা অবিলম্বে তাঁর (খালেদা জিয়া) সুচিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে বাইরে অ্যাডভান্স সেন্টারে নিয়ে যাওয়ার জন্য দাবি জানিয়েছি। যখনই আমরা কথা বলি, সমাবেশ করি, আমাদের নেত্রীর নিঃশর্ত মুক্তি কথা বলে আসছি। একই সঙ্গে আমাদের ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে যে মামলা-মোকদ্দমা আছে, তা প্রত্যাহার চাই।’ সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।