ছাত্রলীগের ইডেন কলেজের সভাপতি তামান্না জেসমিন আটক

প্রতীকী ছবি

রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক রোববার রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জুলাইয়ের ছাত্র আন্দোলনে ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর তাঁকে জনসম্মুখে আর দেখা যায়নি। এই অবস্থায় রোববার রাতে তাঁর আটকের খবর এল।