৪০ দিন ধরে তালা নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবারও তালা ঝুলছে। কার্যালয়ের দুই পাশে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। বিএনপির ডাকা দশম দফার অবরোধ কর্মসূচির আজ প্রথম দিনেও দলটির কার্যালয়ে কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।
আজ বুধবার দুপুর ১২টার দিকে সরেজমিনে বিএনপি কার্যালয়ের এমন চিত্র দেখা যায়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘাতের পর দলটির কার্যালয় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এর পর থেকে ৪০ দিন ধরে তালা ঝুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।
মহাসমাবেশের পর থেকে এখন পর্যন্ত বিএনপির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপির নেতারা বলছেন, গ্রেপ্তার এড়াতেই কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন না দলটির নেতা-কর্মীরা।
আজ দেখা যায়, বিএনপির কার্যালয়ে তালা ঝুলছে এবং কার্যালয়ের দুই পাশে পুলিশের সতর্ক অবস্থান। দলটির কার্যালয়ের সামনের ফুটপাত বন্ধ রাখা হয়েছে।
এ অবস্থায় বর্তমান সরকারের পতন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপির দশম দফা অবরোধ কর্মসূচি আজ শুরু হয়েছে।
দেখা যায়, নয়াপল্টন এলাকার অনেক দোকানপাট খোলা। তবে গাড়ির দোকানগুলোর কিছু বন্ধ, কিছু অর্ধেক খোলা অবস্থায় রয়েছে।