১৬ বছরে প্রশাসনের দলবাজ-দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ সুপারিশ বিএনপির

জনপ্রশাসনের বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন রকমের সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটি।

বিএনপির এই কমিটির পক্ষ থেকে সুপারিশগুলো আজ রোববার সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে।

সুপারিশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে প্রশাসনের দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে যাঁদের চাকরিকাল ২৫ বছর হয়েছে, তাঁদের অব্যাহতি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), কম গুরুত্বপূর্ণ পদে পদায়নের কথা বলা হয়েছে।

আর যেসব সৎ ও মেধাবী কর্মকর্তাকে গত ১৫ বছরে ওএসডি, বঞ্চিত করে অবসর ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তাঁদের ভূতাপেক্ষ পদোন্নতিসহ চুক্তিভিত্তিক নিয়োগর সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটি।

আজ বেলা ১১টার দিকে বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটির পক্ষ থেকে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানের কাছে সুপারিশগুলো তুলে দেওয়া হয়।

এ সময় বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটির সদস্য ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের সঙ্গে সুপারিশ নিয়ে কথা বলেন।