পলাতক অপরাধীদের বিচারে বিএনপির সঙ্গে তুরস্ক প্রতিনিধি দলের অভিজ্ঞতা বিনিময়
গণ–অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া পতিত শেখ হাসিনা সরকারের মন্ত্রী–সংসদ সদস্যসহ ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারপ্রক্রিয়া নিয়ে বিএনপির সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেছে তুরস্কভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি প্রতিনিধিদল। আজ শুক্রবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রতিনিধিদল এ অভিজ্ঞতা বিনিময় করে। এতে ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের ১৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
২০১৬ সালে তুরস্কে এরদোয়ান সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর দেশটির অনেক রাজনীতিক, আমলা, বিচারক দেশ ছেড়ে পালিয়েছিলেন। সে পরিস্থিতিতে তাঁরা কীভাবে বিচার বিভাগ ও জনপ্রশাসন সামলেছেন, সেসব বিষয়ে আলোচনা হয়। তুরস্কভিত্তিক এই সংগঠনটির উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলে দেশটির প্রধান আইনজীবী, সংসদ সদস্য, তুরস্কের রাষ্ট্রপতির উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুপ্রিম কোর্টের আইনজীবী রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন তুরস্কের সাবেক প্রধান আইনজীবী ও সংসদ সদস্য রিসাট পেটেক, তুরস্কের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা আহমেত সর্গাম ও হুসনু টুনা, ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের সহকারী মহাসচিব রফিক কোরকুসুজ, তুর্কি সুপ্রিম কোর্টের আইনজীবী রাসিম আয়তিন, আইনজীবী কেমাল কেয়া, মেহমেত আকিনলি, হোসনি ইয়াযযান, হামজা একবুলাট প্রমুখ।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ও তুরস্কে কিছু কিছু জায়গায় মিল আছে। সেখানে চক্রান্ত (এরদোয়ান সরকারের বিরুদ্ধে) হয়েছিল, বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে গণ–অভ্যুত্থানে। সেখানেও চক্রান্ত ব্যর্থ হওয়ার পর দেশটির রাজনীতিবিদরা পালিয়েছে, সরকারি কর্মকর্তারা পালিয়েছে। এখানেও অপরাধী অনেকে পালিয়ে গেছে।
আমীর খসরু বলেন, ‘সেখানে ১২ হাজার বিচারকের মধ্যে চার হাজার বিচারককে বরখাস্ত করা হয়েছে। ১ লাখ ২৫ হাজার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশে সেই অভিজ্ঞতা নিয়ে আমরা কী করব না করব, এটা বোঝার ও চিন্তার বিষয় আছে।’ তিনি বলেন, পালিয়ে যাওয়া তাঁদের কীভাবে বিচার আওতায় আনা যায়, এসব ব্যাপারে সার্বিকভাবে আলোচনা হয়েছে।
বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য তাজভীরুল ইসলাম, শামা ওবায়েদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন অসীম।