পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে প্রটোকল প্রদান অগ্রহণযোগ্য: জাসদ
চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রাবিরতির সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন পূর্ণ মন্ত্রীর প্রটোকল প্রদানের বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। তারা বলছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সরকারের প্রটোকল প্রদান কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য ও কাম্য নয়।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
কম্বোডিয়ায় যাওয়ার পথে গতকাল বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ তাঁকে অভ্যর্থনা ও স্বাগত জানান।
জাসদের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান এখন পর্যন্ত ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায়নি। বরং পাকিস্তান বাংলাদেশের আদালতে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেই চলেছে। সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সরকারের প্রটোকল প্রদান কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য ও কাম্য নয়।
যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ১৯৭১ সালের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের কাছে কূটনৈতিক সৌজন্য আশা করতে পারে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। জাসদ এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণের আহ্বান জানায়।