মেজর (অব.) হাফিজকে বিদেশে যেতে বাধা
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি চিকিৎসার জন্য ভারতে যেতে চাচ্ছিলেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাফিজ উদ্দিন আহমদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়।
হাফিজ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, দিল্লির একটি হাসপাতালে আগামীকাল বুধবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সে জন্য তিনি আজ দুপুরের দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে যান। তাঁর মালামাল উড়োজাহাজে তুলে নেওয়া হলেও ইমিগ্রেশন পুলিশ তাঁকে অপেক্ষা করতে বলে। পরে তাঁকে জানানো হয়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এরপর তিনি বাসায় ফিরে যান।
বিএনপির নেতা হাফিজ উদ্দিন বলেন, ‘আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি। চিকিৎসার জন্য আমার দিল্লিতে যাওয়া দরকার। কিন্তু সরকার আমাকে যেতে দেয়নি। আমি মর্মাহত।’