ভোটার কম থাকার যে কারণ জানালেন রিটার্নিং কর্মকর্তা

সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারের অপেক্ষায় নির্বাচনী কর্মকর্তারা
ছবি : তানভীর আহাম্মেদ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোটার কম থাকা নিয়ে মন্তব্য করেছেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেছেন, প্রার্থীরা ভোটারদের মোটিভেট (উদ্বুদ্ধ) করতে পারেননি। ভোটারদেরও ইচ্ছা থাকতে হবে।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম আরও বলেছেন, ভোটার আনা প্রার্থীদের দায়িত্ব। আজ সকাল সাড়ে ৮টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি একেবারেই কম দেখা গেছে।

সকাল সোয়া ১০টার দিকে সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন
রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম
ছবি: সংগৃহীত

শাহগীর আলম আরও বলেন, ভোটার আনা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব না৷ এটি প্রার্থীদের দায়িত্ব। ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে আবহাওয়া একটি কারণ হতে পারে, প্রার্থীরা ভোটারদের মোটিভেট করতে পারেননি, সেটাও হতে পারে। রিটার্নিং কর্মকর্তা আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবেন৷ ইভিএমে কোনো সমস্যা হলে তা ঠিক করার জন্য দুই উপজেলায় ১০টি টেকনিক্যাল রেসপন্স টিম (কারিগরি সহায়ক দল) কাজ করছে।

আরও পড়ুন

সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন। মোট ১৩২টি কেন্দ্র ও ৮২৬টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। সব কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে ইভিএম পদ্ধতিতে।

আরও পড়ুন

পাঁচটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রথম দুই ঘণ্টায় ভোটার উপস্থিতি একেবারেই কম। কোনো কোনো ভোটকক্ষে প্রথম দুই ঘণ্টায় একটি ভোটও পড়েনি৷