‘সতর্ক’ ও ‘ধৈর্যের’ সঙ্গে থাকবে ছাত্রদল

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।ছবি সংগৃহীত

পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় রেখে ‘সতর্ক’ ও ‘ধৈর্যের’ সঙ্গে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে পথচলার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা হয়।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, সভায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানো এবং শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে এগোনোর পরামর্শ এসেছে। এ ছাড়া পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। সভার শুরুতে জুলাইয়ের গণহত্যাসহ বিতাড়িত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি যাতে আবার শিক্ষাপ্রতিষ্ঠান দখল করতে না পারে, সে ব্যাপারে ছাত্রদলকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ সংগঠনের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাধারণ, সহসাংগঠনিক, সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রাবিকুল ইসলামও সভায় উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।