১০ ডিসেম্বর নিয়ে এখন ডিফেন্সিভ মুড কেন: ওবায়দুল কাদের
১০ ডিসেম্বর বিএনপি ঢাকার রাজপথ দখলের ঘোষণা দিয়ে এখন ডিফেন্সিভ মুডে কেন জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মনে হয় এই তো ফিরে গেলাম ময়ূর সিংহাসন, এই রকম একটা ভাব ছিল না? কোথায় গেল এই ভাব?’
আজ শুক্রবার বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ করতে চায় বিএনপি। এই সমাবেশকে কেন্দ্র করে এমন বক্তব্য দেন কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘১০ তারিখে এখন ডিফেন্সিভ মুড কেন? মনে হয় তো এই... ক্ষমতা নিয়ে গেল। মনে হয় এই হাওয়া ভবন এসে গেল। মনে হয় এই তো ফিরে গেলাম ময়ূর সিংহাসনে।’
আওয়ামী লীগ নেতা আরও বলেন, ‘এ রকম একটা ভাব ছিল না? কোথায় গেল এই ভাব। এখন বলে কি আমাদের তো এ ধরনের কোনো চিন্তা ছিল না। তাহলে লাল কার্ড দেখিয়েছে কারা? কারা লাল কার্ড দেখাল? বলেন। বলছে না? ঢাকার রাজপথে বিজয় মিছিল হবে। তাই না? বলছে না? বিজয় মিছিল করবেন সরকারের পতন ঘটিয়ে? এসব অনেক কথা বিএনপি নেতারা অবিরাম তোতা পাখির মতো বুলি আউড়িয়ে গেছে।’
বিএনপি ভিন্ন সুরে নতুন কৌশল করছে এমন শঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এখন ভিন্ন সুর... না জানি কি কৌশল। এখন মুখে বলছে আমাদের সমাবেশ হবে অনুমতি চাই। মুখে হলো রক্ষণাত্মক মনোভাব, আর অন্তরে হচ্ছে আক্রমণাত্মক শোডাউন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির প্রধানতম শত্রু দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল এখন বলে... অনিশ্চয়তার দিকে আমরা নিয়ে যাচ্ছি। আজকে আমরা জানি তাদের জ্বালাটা কোথায়, তাদের বুকের ব্যথা মনের জ্বালা অন্তর্জ্বালা। আমরা বুঝি কেন?’
বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা প্রস্তুত আছি, খেলা হবে।’ শেখ হাসিনা কত জনপ্রিয় নির্বাচন হলে আবারও বিএনপি টের পাবে বলেন তিনি।
বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলন শেষে বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের কর্ণধার হারুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিল বিন রহমান।
নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হন শহীদুর রহমান, এ এস এম শামসুদ্দোহা, এম এ কাশেম, শওকত আজম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ এলাহ। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সংসদ সদস্য শিরিন আহমেদের সভাপতিত্বে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার সারোয়ার হোসেন বক্তব্য দেন।