অনেক কেন্দ্রে নেই লাঙ্গলের এজেন্ট

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি। বেলা সাড়ে ১১টা। হাজি আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র, টুকেরবাজার, সিলেট, ২১ জুন
ছবি: আনিস মাহমুদ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। নগরীর শাহপরান থানা এলাকার পাঁচটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সব কটি কেন্দ্রের নৌকার প্রার্থীর পোলিং এজেন্ট বা প্রতিনিধি থাকলেও অধিকাংশ বুথে নেই লাঙ্গলের এজেন্ট।

আজ বুধবার সরেজমিন বেলা ১১টার দিকে দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, মোট নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সব কটি কেন্দ্র নৌকার প্রার্থীর এজেন্টরা রয়েছেন। তবে লাঙ্গলের প্রার্থীর এজেন্ট রয়েছেন মাত্র একজন।

সিলেট সরকারি এম সি কলেজের কেন্দ্রে বুথ রয়েছে আটটি। সেখানেও লাঙ্গলের এজেন্ট রয়েছেন মাত্র দুজন। তাঁদের একজনের নাম নাজিম আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি বুথে এজেন্ট দেওয়া ছিল। এখন আমিসহ দুজনকে দেখছি, অন্যদের দেখছি না।’

এম সি কলেজের প্রিসাইডিং কর্মকর্তা মইনুল হক প্রথম আলোকে বলেন, লাঙ্গলের সব এজেন্ট কেন্দ্রে আসেননি। তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতিও ভালো।

বেলা ১১টার দিকে হজরত শাহজালাল (র.) উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এই কেন্দ্রে ভোট গ্রহণ চলছে মোট আটটি বুথে। প্রতিটি বুথে নৌকার এজেন্ট থাকলেও লাঙ্গলের এজেন্ট রয়েছেন মাত্র একটিতে।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘আপনারা ঘুরে দেখুন। কেন লাঙ্গল প্রার্থীর এজেন্টরা আসেননি, সেটা আমি বলতে পারছি না।’

একই চিত্র দেখা গেছে বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেট সরকারি মডেল স্কুলে।

জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়রপ্রার্থী নজরুল ইসলাম বাবুল অভিযোগ তুলেছেন, সিলেটের বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের বের করে দিচ্ছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। আজ সকাল সাড়ে নয়টায় নগরীর সাগরদীঘিরপারের আনন্দ নিকেতন স্কুলে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।