নীলফামারী জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি, আরও ৫ থানা-উপজেলায় নাগরিক কমিটি

সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে এবার নীলফামারী জেলায় ২৯৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে দেশের ২২টি জেলায় কমিটি করল তারা। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি দেশের আরও পাঁচটি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে। এ নিয়ে ১৩৫টি থানা ও উপজেলায় তারা কমিটি করল।

গত ২০ ডিসেম্বর ছয় মাসের জন্য নীলফামারী জেলা কমিটি অনুমোদন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। গতকাল শনিবার সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়। জাতীয় নাগরিক কমিটিও তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন পাঁচটি কমিটি প্রকাশ করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা কমিটিতে নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ মেহেদী হাসানকে আহ্বায়ক, একই কলেজের আলিফ সিদ্দিকীকে সদস্যসচিব, কারমাইকেল কলেজের শিক্ষার্থী সাবাব তানজিমকে মুখ্য সংগঠক এবং একই কলেজের মো. শাকিল প্রধানকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৫ জনকে যুগ্ম সদস্যসচিব, ২৬ জনকে সংগঠক এবং ২৪১ জনকে সদস্য করা হয়েছে।

নীলফামারী জেলাসহ এ পর্যন্ত দেশের ২২টি জেলা, ৩টি মহানগর, ১টি বিশ্ববিদ্যালয়, ২টি কলেজ ও ১টি পলিটেকনিক ইনস্টিটিউটে কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি গতকাল ফরিদপুরের মধুখালী উপজেলায় ৫১ সদস্যের, মেহেরপুর সদর উপজেলায় ১৪৩ সদস্যের, ঢাকা ক্যান্টনমেন্ট থানায় ৭০ সদস্যের, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় ৫০ সদস্যের ও দেলদুয়ার উপজেলায় ৩৯ সদস্যের প্রতিনিধি কমিটি করেছে।