ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেলে ঘুরছে, আড্ডা দিচ্ছে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেলে ঘুরতে দেখা গেছেছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল সোমবার মধ্যরাত পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেলে ঘুরছেন।

ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হল কেন্দ্র এলাকায় আজ ভোটের দিন বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল চালাতে দেখা গেছে। তাঁরা ক্যাম্পাসের শহীদ মিনার, ফুলার রোডসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চালাচ্ছেন। এসব এলাকায় কেন্দ্রের বাইরে মোটরসাইকেলগুলো পার্ক করে তার ওপর বসে ছাত্রলীগের কিছু নেতা-কর্মীকে আড্ডা দিতে দেখা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেলে ঘুরতে দেখা গেছে
ছবি: প্রথম আলো

সকালে ভোট শুরুর পর থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোর বাইরে ভোটার স্লিপ বিতরণ কেন্দ্র আছে শুধু নৌকার প্রার্থীর। এই কেন্দ্র ঘিরে জটলা করে বসে আছেন নৌকার প্রার্থীর সমর্থকেরা। কেউ আড্ডা দিচ্ছেন, কারও কারও চোখ মুঠোফোনের স্ক্রিনে, কেউ কেউ অলসভাবে বসে আছেন মোটরসাইকেলের ওপর।

জানতে চাইলে একাধিক প্রিসাইডিং অফিসার এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তাঁদের বক্তব্য ছিল, অল্প কিছু মোটরসাইকেল চললেও ভোটের পরিবেশ নষ্ট হওয়ার মতো সমস্যা হচ্ছে না।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রথম আলোকে বলেন, ‘আমি আজ ক্যাম্পাসে কাউকে মোটরসাইকেল চালাতে দেখিনি ৷ কেউ চালিয়ে থাকলে, সেটা অন্যায় ৷’

আরও পড়ুনঃ

ঢাকা-১৩: দুপুর ১২টা পর্যন্ত নারীর চেয়ে পুরুষ ভোটারের বেশি ভোট পড়েছে

ভোট দিয়ে তৃণমূলের তৈমুর বলেন, ‘নির্বাচনের কোনো পরিবেশ নেই’

আওয়ামী লীগ ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে: জি এম কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কোনো ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নৌকা আর তরীকত ফেডারেশনের ফুলের মালার বাইরে অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে। যেমন ক্যাম্পাসের অ্যানেক্স ভবন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দুলাল মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছিল ৫৮টি, কিন্তু দুপুর ১২টা পর্যন্ত মোট ভোট পড়েছে ২৪৮টি। এখানে মোট ভোটার ২ হাজার ২ জন, তবে ক্যাম্পাসের কার্জন হল কেন্দ্রে ২ হাজার ৪৭৯ জন ভোটারের বিপরীতে ১০০টি ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার রবিউল ইসলাম।

উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫টি বুথে ২ হাজার ২০৬ জন ভোটারের বিপরীতে ১২টা পর্যন্ত শতাধিক ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার লিটন দাস। তবে সকাল ১০টা পর্যন্ত এখানে ভোট পড়েছিল ৫০টি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা অনুযায়ী, এই সময়ে মহানগরে সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত মোটরসাইকেল রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে।