গণ অধিকার পরিষদের নেতার ওপর হামলার নিন্দা জাতীয় নাগরিক কমিটির

জাতীয় নাগরিক কমিটিফাইল ছবি

কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এ হামলাকে ‘অপরাজনৈতিক তৎপরতার বহিঃপ্রকাশ’ আখ্যা দিয়ে তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে অতিদ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনের সহমুখপাত্র সালেহউদ্দিন সিফাত বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান। এর আগে গতকাল বিকেলে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দলের কর্মসূচিতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ফারুকের ওপর হামলা হয় বলে অভিযোগ।

ফারুক হাসানের ওপর হামলাকে ‘পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত ও ব্যবস্থার তাঁবেদার শক্তির উগ্র আস্ফালন’ উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটি বলেছে, ‘হামলায় জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে অতিদ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা ফারুক হাসানের সুস্থতা কামনা করছি।’