নানা অভিযোগের মধ্য দিয়ে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচার শেষ হচ্ছে আজ
১৫৭টি উপজেলায় ভোট আগামী মঙ্গলবার। আজ থেকে মাঠে নামছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার আজ রোববার মধ্য রাতে শেষ হচ্ছে। এই ধাপেও প্রচার ঘিরে বিভিন্ন জায়গায় সংঘাত, হুমকি, আচরণবিধি লঙ্ঘন, সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে। এই ধাপে ১৫৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী মঙ্গলবার।
আজ রোববার সারা দিন প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে সক্রিয় থাকবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তবে অনেকটা একতরফা এই নির্বাচনে শেষ পর্যন্ত ভোটারদের কতটা ভোটকেন্দ্রে আনা যাবে, তা নিয়ে প্রার্থীদেরও অনেকের সংশয় রয়েছে। ৮ মে প্রথম ধাপের নির্বাচনে ভোট পড়েছিল ৩৬ শতাংশ।
ক্ষমতাসীনদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকারের এই নির্বাচনও বর্জন করেছে।
ইসি সূত্র জানায়, দ্বিতীয় ধাপের নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত। আজ থেকে ১৫৭ উপজেলায় মাঠে নামছেন একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভোট গ্রহণের পরের দুই দিন অর্থাৎ ২৩ মে পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
প্রচার ঘিরে নানা অভিযোগ
প্রথম ধাপের নির্বাচনের জেরে গোপালগঞ্জ সদর ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সংঘর্ষে দুজন নিহত হন। দ্বিতীয় ধাপের নির্বাচনেও সংঘাতের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার এই নির্বাচনকে ঘিরে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সাইদুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। গত শুক্রবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এক প্রার্থীর দুই সমর্থক আহত হন।
অনেক জায়গায় প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। গত মঙ্গলবার এক নির্বাচনী পথসভায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. গোলাম সারওয়ার প্রতিপক্ষকে ‘পিটিয়ে লম্বা করে দেওয়ার’ হুমকি দেন। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রভাব খাটানোর ব্যাপারে সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। শুক্রবার ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান।
স্বজনেরা প্রার্থী
সংসদ সদস্য ও মন্ত্রীদের আত্মীয়দের প্রার্থী না করার নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগ। এ নির্দেশ অমান্য করে প্রথম ধাপে সংসদ সদস্য ও মন্ত্রীদের ১৬ জন স্বজন প্রার্থী হয়েছিলেন। দ্বিতীয় ধাপেও সংসদ সদস্য ও মন্ত্রীদের ১৪ জন স্বজন প্রার্থী আছেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]