গাবতলী থেকে বিএনপির পদযাত্রা শুরু

গাবতলীতে জড়ো হওয়া বিএনপির নেতা–কর্মীদের একাংশ
ছবি: সাজিদ হোসেন

ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে।

পদযাত্রা শুরুর আগে গাবতলীতে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকাল সোমবার ঢাকা-১৭ আসনে একটি তামাশার নির্বাচন হয়েছে। এর থেকে প্রমাণিত হয়, এ সরকারের অধীন অবাধ ও সুষ্ঠু নির্বাচনে হতে পারে না।’

আজ সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন পদযাত্রা শুরুর আগের ওই সমাবেশস্থলে। গাবতলীতে মাজার রোডসংলগ্ন পুরোনো গাবতলী অংশ থেকে গাবতলী বাসটার্মিনাল হয়ে আমিনবাজার সেতু অংশ পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা সড়কের উত্তর পাশে অবস্থান নেন।

গাবতলীতে সমাবেশের পর বিএনপির নেতা-কর্মী পদযাত্রা শুরু করেন। তাঁরা সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ ঢাকাসহ সারা দেশে পদযাত্রার কর্মসূচি পালন করছে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল।

বিএনপি জানিয়েছে, আজকের পদযাত্রাটি গাবতলী এলাকা থেকে শ্যামলী হয়ে আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন

পদযাত্রা শুরুর আগে সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, বিএনপি নেতা আব্দুল কাদের ভূঁইয়া, নাজিম উদ্দিন, যুবদলের সিনিয়র সভাপতি মামুন হাসান, ঢাকা উত্তর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করছেন আমিনুল হক।

আরও পড়ুন