দেশের পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে: মুফতি ফয়জুল করীম

গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। প্রেসক্লাব, ঢাকা, ৫ ডিসেম্বরছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশের পোশাক খাত ধ্বংস করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। একশ্রেণির অসাধু মানুষ ঠুনকো অজুহাতে বিভিন্ন আন্দোলন করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার চক্রান্ত করছে।

ফয়জুল করীম বলেন, শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি পেতে শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন। বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাকশ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের পোশাক খাত অর্থনীতির ভারসাম্য রক্ষা করে যাচ্ছে। তিনি মালিক-শ্রমিকদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম এ কথা বলেন।

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রসঙ্গ টেনে ফয়জুল করীম বলেন, ‘ভারত আমাদের কেমন বন্ধু, তা মমতা ব্যানার্জির বক্তব্যে প্রমাণিত হয়েছে। তাঁর বক্তব্যে শত্রুতা প্রমাণিত হয়েছে।’

ভারত বাংলাদেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে দাবি করে ফয়জুল করীম বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বাংলাদেশের মানুষের ভারতকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না।

ইসকনের সমালোচনা করে ফয়জুল করীম বলেন, ইসকন হিন্দুদের কোনো ধর্মীয় সংগঠন নয়। এটা সন্ত্রাসীদের সংগঠন। দেশের হাজারো হিন্দু দেশপ্রেমিক। তারা দেশ নিয়ে ভাবে।

সম্মেলনে মুহাম্মাদ হারুন অর রশিদকে সভাপতি ও মো. ফারুক হাওলাদারকে সাধারণ সম্পাদক করে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি এইচ এম রফিকুল ইসলাম, মুহাম্মাদ হায়দার আলী প্রমুখ।