এখনো শান্তিপূর্ণ পথে বিদায় নেওয়ার সুযোগ আছে: গণতন্ত্র মঞ্চ
এখনো শান্তিপূর্ণ পথে সরকারের বিদায় নেওয়ার সুযোগ আছে। এই সুযোগ কাজে না লাগালে গণ–আন্দোলনের পথে লজ্জাজনকভাবে সরকারকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
আজ মঙ্গলবার বিকেলে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এ মন্তব্য করেন। তাঁরা সময় শেষ হওয়ার আগেই সরকার ও ক্ষমতাসীন দলকে দম্ভ ও জেদ পরিহার করে অবিলম্বে পদত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সভায় মঞ্চের নেতারা বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি নির্বাচনী তামাশার সুযোগ এবার আর দেশের মানুষ সরকারকে দেবে না। নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে। সরকার বেসামাল হয়ে পরিকল্পিতভাবে দেশকে ভয়ংকর অনিশ্চয়তা ও সংঘাত-সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এর পুরো দায়দায়িত্ব সরকার ও ক্ষমতাসীন দলকেই নিতে হবে। এ অবস্থায় দেশ বাঁচাতে জনগণকে ঐক্যবদ্ধভাবে গণসংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এই সভা হয়। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে আদা-পেঁয়াজসহ আবশ্যক ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করা বলা হয়, বাজার সিন্ডিকেটের কারণে এই নৈরাজ্য দেখা দিয়েছে। সভার অপর এক প্রস্তাবে আগামী ৪ থেকে ৭ জুন গণতন্ত্র মঞ্চের ঢাকা–দিনাজপুর রোডমার্চ সফল করার আহ্বান জানানো হয়।