অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব এবি পার্টির

এবি পার্টিছবি: ফেসবুক থেকে নেওয়া

দেশকে সুস্থ ধারায় ফেরাতে এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে এবি পার্টি। পাশাপাশি বর্তমান সরকারের পদত্যাগও দাবি করেছে দলটি।

আজ রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাত দফা প্রস্তাব তুলে ধরে এবি পার্টি। এতে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও রাষ্ট্রপতিকে পদত্যাগের কথা বলা হয়।

এবি পার্টির সাত দফা প্রস্তাবের মধ্যে আরও রয়েছে চলমান আন্দোলনে সক্রিয় সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শক্রমে অনূর্ধ্ব–২০ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন। যার মেয়াদ এক বছরের বেশি হতে পারবে না। এ ছাড়া জুলাইয়ে প্রাণহানি থেকে শুরু করে সব রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার জন্য গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন।

আজ সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সরকারদলীয় নেতা–কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এবি পার্টির ভারপ্রাপ্ত সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ। উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন ও সহকারী সদস্যসচিব শাহ আবদুর রহমান।