আওয়ামী লীগ ‘স্বাধীনতাবিরোধী’ ও ‘জনদুশমন’, বললেন জামায়াত নেতা রফিকুল ইসলাম খান
আওয়ামী লীগকে ‘স্বাধীনতাবিরোধী’ ও ‘জনদুশমন’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে দেশের জনগণকে তাদের প্রজা মনে করেছিল।’
বুধবার বিকেলে রাজধানীর মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি মাঠে মতিঝিল থানা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, কেউ কেউ বলছেন, সবার রাজনীতি করার অধিকার আছে। যারা মানুষের রক্ত ও জীবন নিয়ে হোলি খেলেছে, তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আগে গণহত্যার বিচার হতে হবে। তারপর এ দেশের জনগণ সিদ্ধান্ত দেবে কার রাজনীতি করার অধিকার আছে আর কার রাজনীতি করার অধিকার নাই বা থাকবে না। প্রেস কনফারেন্স করে যারা মানবতাবিরোধী অপরাধ করা দলের পক্ষে দালালি করে, তারাই গত ১৫ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর।
তাদের বয়কট করার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, এরা নিজ দলের জন্য যেমন ক্ষতিকর আবর্জনা, তেমনি দেশ ও জাতির জন্যও এরা ক্ষতিকর আবর্জনা। এদের বয়কট করা প্রথম কাজ দলের। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনের ভেতরে-বাইরে রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। নয়তো বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হবে।
সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ‘দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা নিজেও আসতে চেষ্টা করছে, আমাদের অন্তর্বর্তী সরকারও তাকে দেশে আনার উদ্যোগ নেওয়া শুরু করেছে। শেখ হাসিনা দেশে আসতে চায় দেশ ও জাতির শান্তি বিনষ্ট করতে। জনগণ তাকে দেশে এনে গণহত্যার বিচার করবে। তার অপরাধ তিনি তার পিতার মতোই এ দেশের মানুষকে শোষণ করেছে। আলেম-ওলামা, নারী-পুরুষ, শিশু-কিশোরকে হত্যা করেছে।’
মতিঝিল উত্তর থানা আমির এস এম শামসুল বারীর সভাপতিত্বে এবং মতিঝিল দক্ষিণ থানা আমির মো. মুতাছিম বিল্লাহর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন। সম্মেলনে আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. কামাল হোসাইন ও মো. শামছুর রহমান, দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ সিরাজুল হক, শাহজাহানপুর পূর্ব থানা আমির শরিফুল ইসলাম, মতিঝিল পূর্ব থানা আমির মো. নূর উদ্দিন, মতিঝিল থানা শিবির সভাপতি নাজমুল হাসান প্রমুখ।