পরিবহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থা চায় গণ অধিকার পরিষদ
দেশের পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক।
আজ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এ দাবি জানান তিনি।
‘সড়ক পরিবহনে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ এবং প্রকৃত মালিক-শ্রমিকের নেতৃত্ব প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে গণপরিবহন সংস্কার জাতীয় কমিটি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক আরও বলেন, ‘শেখ হাসিনার দোসর যারা পরিবহন খাত থেকে কোটি কোটি নিয়ে পালিয়েছে। তারা পালিয়ে যাওয়ার পর পরিবহন সেক্টর নতুন মাফিয়ারা দখল করেছে।’
নুরুল হক এ-ও বলেন, ‘বিগত সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছি, একইভাবে পরিবহন সেক্টরের মাফিয়াদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’
প্রতিবছর পরিবহন খাত থেকে ১ হাজার ৬০ কোটি টাকা চাঁদা তোলা হয়, এ তথ্য দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির প্রতিবেদন থেকে পাওয়া গেছে বলে উল্লেখ করেন নুরুল হক। তিনি বলেন, ‘সেই চাঁদার ভাগ গণভবনের নেতা থেকে ফুটপাতের নেতারাও পায়। ফ্যাসিবাদের পতন হয়েছে, দেশে কোনো চাঁদাবাজি চলবে না। আমাদের অবস্থান চাঁদাবাজদের বিরুদ্ধে। চাঁদাবাজ মাফিয়ারা কোনো দলের না, তারা সুবিধাভোগী।’
পরিবহন মালিক সমিতিতে যেন প্রকৃত মালিকেরা নেতৃত্বে থাকেন, সে জন্য নতুন করে ভোটার তালিকা তৈরির দাবিও জানান গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক। তিনি বলেন, ‘কোনো দুর্বৃত্ত যেন নেতৃত্বে আসতে না পারে, সে জন্য খেয়াল রাখতে হবে। ঢাকাকে যানজটমুক্ত করার জন্য কত পরিকল্পনা করা হলো কিন্তু বাস্তবে কিছুই হয়নি। প্রতিদিন জ্যামে মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে ব্যবস্থা নিন।’
নুরুল হক বলেন, ‘পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। আমরা বারবার বলছি, শুধু ভোটের জন্য মানুষ জীবন দেয়নি, তাই সব ক্ষেত্রেই শৃঙ্খলা ফেরাতে হবে। সয়াবিন তেলের দাম একলাফে ৮ টাকা বাড়িয়েছে, তেল সিন্ডিকেট করে পরিকল্পিতভাবে মাল সরিয়ে সয়াবিন তেলের সংকট তৈরি করা হয়েছিল। সরকার সিন্ডিকেটের কাছে যদি জিম্মি হয়, তাহলে সামনে আরও সিন্ডিকেট তৈরি হবে।’
গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, ‘আমার ধারণা, সরকারের ম্যানেজমেন্ট একের পর এক ব্যর্থ হচ্ছে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণপরিবহন সংস্কার জাতীয় কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী। সঞ্চালনা করেন সদস্যসচিব আবদুর রহমান। আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণপরিবহন সংস্কার জাতীয় কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, পরিবহন মালিক সমিতির সোহরাব হোসেন, সাজ্জাদ চৌধুরী শিহাব, মাহতাবউদ্দিন আহমেদ চৌধুরী, ফারুক মোল্লা প্রমুখ।