হামলা করলে প্যাকেট করে বাসায় ফেরত দেব: যুবলীগ চেয়ারম্যান
বিএনপির নেতা-কর্মীরা যদি আবারও পুলিশ বাহিনী অথবা জনগণের ওপর হামলা করে, তাহলে তাদের ‘প্যাকেট করে’ বাসায় ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
বিএনপির উদ্দেশে তিনি বলেছেন, ‘পুলিশ বাহিনী জনগণকে নিরাপত্তা দেয়। তাদের কাজ তাদের করতে দেন। আপনারা যতটুকু সুযোগ দেওয়া হচ্ছে, সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। অনধিকার চর্চা করতে যাবেন না। অনধিকার চর্চা করতে গেলে সেটারও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
আজ রোববার বিকেলে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনের সড়কে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন। দেশব্যাপী বিএনপি ও জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর শাখা যুবলীগ।
সমাবেশে পাল্টা কর্মসূচি নিয়ে বিএনপি নেতাদের সমালোচনা প্রসঙ্গে শেখ ফজলে শামস বলেন, ‘কিছুদিন ধরে তাদের মাথাব্যথা আমরা কেন রাজপথে। আমরা কেন পাল্টাপাল্টি প্রোগ্রাম দিচ্ছি। ঠিক এ কারণেই আমরা পাল্টাপাল্টি প্রোগ্রাম দিচ্ছি। কারণ, আপনাদের আমরা চিনি ও জানি। আপনাদের উদ্দেশ্য আমরা জানি ও বুঝি। আপনাদের তো পছন্দ হবে না আমরা রাজপথে। কারণ, আমাদের এই নেতা-কর্মীদের কারণেই আপনারা পারছেন না। আপনাদের কুকীর্তি এবং মানুষের ওপর আঘাত হানতে। সে কারণে আপনাদের এত দ্বিধা এত প্রশ্ন যে আমরা কেন রাজপথে।’
রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি মন্তব্য করে যুবলীগ চেয়ারম্যান বলেন, এই রাজপথেই যুবলীগের জন্ম। এই মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে করতে রাজপথে জন্ম হয়েছে। কোনো ক্যান্টনমেন্টে জন্ম হয়নি। তিনি বলেন, ‘আমরা রাজপথে থাকলে আপনাদের কুকামের প্রতিবাদ করব এবং আমাদের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়বেন। সে জন্যই আপনাদের এত চক্ষুশূল যে আমরা কেন রাজপথে। রাজপথে আমরাই থাকব। আপনারা আপনাদের কুকাম বন্ধ করেন। আপনাদের আকাম কুকামের জবাব আমরা দিতে জানি।’
বিএনপির অতীতের কর্মকাণ্ড নিয়ে শেখ ফজলে শামস বলেন, জনগণ বিএনপির কাছ থেকে পরিত্রাণ চায়। এ জন্য দলটির সমাবেশে লোক হয় না। ভাড়া করা কিছু কিশোর গ্যাং ছাড়া আর কোনো জনসমর্থন পাচ্ছে না। পেশাজীবী ও সভ্য জনগণ তাদের সঙ্গে থাকবে না। ভাড়া করা কিছু কিশোর গ্যাং আর শিবির কর্মী মাঠ গরম করার চেষ্টা করেছে। এসব করে ভয় দেখানোর চেষ্টা না করতে হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, ‘তৃণমূলের মানুষ আপনাদের সঙ্গে নেই, তা গতকাল শনিবার প্রমাণিত হয়ে গেছে। দেশব্যাপী গতকালের পদযাত্রায় ইউনিয়নগুলো যে লোক হয়েছে, তা হাতের আঙুল দিয়ে গোনা যাবে।’
দেশের মানুষ আর তাণ্ডব দেখতে চায় না, তারা স্মার্ট বাংলাদেশ দেখতে চায় বলেও মন্তব্য করেন মাইনুল হোসেন খান। তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করতে সব এলাকায় নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশ সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। সমাবেশে মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।