খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান, ধাওয়া দিয়ে আটক ৪

ছবি: প্রথম আলো

রাজধানী কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানের মধ্যেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন কয়েক ব্যক্তি।‌ কিছুক্ষণ পরপর তাঁদের ধাওয়া দিচ্ছে পুলিশ। মিছিলকারী ব্যক্তিদের ধাওয়া দিয়ে ৩০ মিনিটের মধ্যে ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

তাৎক্ষণিকভাবে আটক করা ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে যাঁরা স্লোগান দিয়েছেন, তাঁদের বেশির ভাগ ব্যক্তিকে নোয়াখালী জেলার আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা গেছে। বিক্ষুব্ধ এমন দুই ব্যক্তির সঙ্গে কথা বলতে চাইলে নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, তাঁরা বিজয়নগর এলাকায় থাকেন।‌

ছবি: প্রথম আলো

এ সম্পর্কিত আরও পড়ুন:

যে হাত দিয়ে মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে: শেখ হাসিনা

নয়াপল্টন ‘ক্রাইম জোন’ চিহ্নিত, সাংবাদিকদেরও যেতে দিচ্ছে না পুলিশ

‘জামায়াতমুক্ত’ করার রাজনৈতিক প্রকল্প যে পরিণতি পেল

‘ক্ষমতায় টিকে থাকতে সব সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করছে সরকার’

সরেজমিনে দেখা যায়, নাইটিঙ্গেল মোড়ে সাধারণ জনতার পাশাপাশি বিএনপির কিছু কর্মীও গণমাধ্যমের কাছে নয়াপল্টন এলাকার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন।‌ যাঁরাই সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, তাঁদের ধাওয়া দিয়ে আটক করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটা থেকে বেলা পৌনে তিনটার মধ্যে চার ব্যক্তিকে আটক করার পর বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দেওয়া বন্ধ করে নাইটিঙ্গেল মোড়েই অবস্থান করছেন।

এদিকে বেলা পৌনে তিনটার দিকে নাইটিঙ্গেল মোড়ে একটি ড্রোন উড়তে দেখা গেছে। তবে কে বা কারা ড্রোন উড়িয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন