ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জি এম কাদেরের সাক্ষাৎ

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে তাঁর বাসভবনে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে দলটির প্রতিনিধিদল। ঢাকা, ৯ ডিসেম্বরছবি: ব্রিটিশ হাইকমিশনের এক্স অ্যাকাউন্ট থেকে

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার দুপুরে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই সাক্ষাৎ হয়।

জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, আজ বেলা ১১টায় বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে যান জাপা চেয়ারম্যান। ব্রিটিশ হাইকমিশনার তাঁকে স্বাগত জানান। বৈঠকে তাঁরা দুই দেশের বর্তমান পরিস্থিতি, চলমান রাজনীতি, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য অংশীদারত্বসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

যুক্তরাজ্য হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন এবং বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথ নিয়ে আলোচনা করেন।

বৈঠকে জি এম কাদেরের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মো. মুজিবুল হক, প্রেসিডিয়াম সদস্য এবং পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা।

সারাহ কুক গতকাল বিএনপি ও জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে বলে এক্স (সাবেক টুইটার) বার্তায় জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

আরও পড়ুন