যুগপৎ আন্দোলনের লক্ষ্যে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটি হচ্ছে
সরকার পতনের দাবিতে যুগপৎ আন্দোলনের লক্ষ্যে বিএনপি ও সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চের একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হচ্ছে। সোমবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের বিদায়, সংবিধান সংস্কার এবং জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অধিকার আদায়ে গণতন্ত্র মঞ্চের পক্ষে ১৪ দফা ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, তাঁদের ১৪ দফা বিএনপিকে দেওয়া হয়েছে। এ দফাগুলোর আলোকেই আলোচনা হবে।
মঞ্চের আরেক নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বিএনপির সঙ্গে একটি লিয়াজোঁ কমিটি গঠনের ব্যাপারে তাঁরা সম্মত হয়েছেন। দ্রুতই তা হবে। সেই কমিটি থেকেই যুগপৎ আন্দোলন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে দিকনির্দেশনা আসবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হকসহ প্রমুখ।
পরে গণতন্ত্র মঞ্চের নেতারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যান। ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নিহত হন, আহত হন অনেকে। সংঘর্ষের পরই কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নেতা-কর্মীদের আটক করা হয়। এরপর গতকাল প্রথম ওই কার্যালয়ে ঢোকার সুযোগ পান বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা অভিযোগ করেছেন, পুলিশ তাঁদের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে।