‘অন্তর্বর্তীকালীন গণতান্ত্রিক সরকার’ গঠনের প্রস্তাব গণতান্ত্রিক ছাত্র জোটের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে অংশ নিতে সব শ্রেণি–পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সাতটি বামপন্থী ছাত্রসংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট। দেশের বর্তমান পরিস্থিতিতে গ্রহণযোগ্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে একটি ‘অন্তবর্তীকালীন গণতান্ত্রিক সরকার’ গঠনের দাবি জানিয়েছে তারা।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন গণতান্ত্রিক ছাত্র জোটের শীর্ষ নেতারা। বিবৃতিটি পাঠিয়েছেন জোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগীব নাঈম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক, ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন দমন করতে আওয়ামী লীগ সরকার বর্বরোচিত ‘জুলাই হত্যাকাণ্ড’ সংঘটিত করেছে। সরকারদলীয় বাহিনী এবং পুলিশ-বিজিবি-র‍্যাব দিয়ে অসংখ্য ছাত্র-জনতাকে হত্যা করেছে। আন্দোলনকারীদের গণগ্রেপ্তার করেছে। তাঁদের ওপর নৃশংস নির্যাতন চালিয়েছে। এই সরকারের হাতে অসংখ্য ছাত্র-জনতার রক্ত লেগে রয়েছে। তাই বর্তমান সরকারের ক্ষমতায় থাকার আর কোনো ভিত্তিই নেই। সারা দেশে আজ জনগণের এক দফা দাবি, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে।

গণতান্ত্রিক ছাত্র জোটের বিবৃতিতে আরও বলা হয়, সারা দেশে গণজোয়ারের মুখে বর্তমান সরকারের পতন অনিবার্য। এ পরিস্থিতিতে আন্দোলনে যুক্ত শক্তিগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে গ্রহণযোগ্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে একটি ‘অন্তবর্তীকালীন গণতান্ত্রিক সরকার’ গঠন করতে হবে।

আরও পড়ুন

প্রাথমিকভাবে এই সরকারের ‘অবশ্যপালনীয়’ কিছু কাজের কথাও বলা হয় বিবৃতিতে। যেমন আন্দোলনকারীদের নামে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার, আটক সব ছাত্র-জনতার মুক্তি, সব হত্যা-নির্যাতনের তদন্ত ও বিচার, ছাত্র-জনতাকে হত্যার নির্দেশদাতা ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত সরকারের মন্ত্রী, পুলিশ-র‍্যাব-বিজিবি কর্মকর্তা ও ছাত্রলীগ-যুবলীগের সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি, সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়া, ‘জুলাই হত্যাকাণ্ডে’ মৃত্যুর প্রকৃত হিসাব বের করা ও গুম-খুনের শিকার ব্যক্তিদের প্রকৃত তালিকা প্রকাশ।

আরও পড়ুন