অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব, প্রশ্ন জি এম কাদেরের

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জি এম কাদেরছবি: শুভ্র কান্তি দাশ

অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, ‘যেভাবে দেশকে বিভক্ত করা হচ্ছে, সুষ্ঠু নির্বাচন করা আপনাদের পক্ষে কতটা সম্ভব, প্রশ্ন রয়েছে। আপনারা সংস্কার দিতে সক্ষম হবেন না। সংস্কার করতে গেলে জাতীয় ঐক্য প্রয়োজন।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘আমরা আশা করেছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে নিয়ে বসে দেশ পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু বিভাজন তৈরি করা হচ্ছে।’

আজ বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জি এম কাদের এ কথাগুলো বলেন। জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করে দলটি। শোভাযাত্রাটি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর ও পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

‘নব্য ফ্যাসিবাদ’ মাথাচাড়া দিচ্ছে

দেশে আবার ‘নব্য ফ্যাসিবাদ’ মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন,‘আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদকে ধ্বংস করার জন্য শতকরা ৯০ ভাগ মানুষ এক হয়েছিল, সেই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। নব্য ফ্যাসিবাদ এবং নব্য বৈষম্য আমরা আবার দেখতে পাচ্ছি।’

জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে উল্লেখ করে জি এম কাদের বলেন, তাদের ওপর অত্যাচার–অনাচার হচ্ছে। বিভিন্ন জায়গায় সভা–সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে, জামিন দিচ্ছে না।

জাতীয় পার্টির এই শীর্ষ নেতা বলেন, ‘যেখানে আমরা শেখ হাসিনা সরকারের কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি, সেখানে আমাদের দোসর বলা হচ্ছে।’

সমাবেশে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, সভা করতে ডিএমপির কাছ থেকে মৌখিক অনুমতি নেওয়া হয়। পরে অনুমতি বাতিল করে। কী কারণে সভা করতে দেয়নি, তা–ও জানায়নি।

উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করতে চেয়েছিল দলটি। তাদের সেখানে আলোচনা সভা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জাপার নেতারা।

সমাবেশে জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। যার যে অবদান, তা স্বীকার করতে হবে। অতীত থেকে শিক্ষা নিতে হবে। জাতীয় পার্টি কখনো মাথা নত করে নাই, যে ধরনের পরিস্থিতি হোক, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।’

জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মীর আব্দুস সবুর, রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, শেরীফা কাদের, চেয়ারম্যানের উপদেষ্টা শামীম আজাহার, নূরুল ইসলাম তালুকদার, খান মোহাম্মদ ইসরাফিল প্রমুখ।