‘অসহযোগ আন্দোলনের’ পক্ষে জনমত তৈরিতে রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে’ সফল করার আহবান জানিয়েছেন। অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এ আহবান জানান। আজ বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি পালিত হয় বলে বিএনপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় রিজভী বলেন, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
রুহুল কবির রিজভী বলেন, অবৈধ সরকার সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর এবং দালালে পরিণত হবে।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে ভোটারদের প্রতি আহ্বান জানায় বিএনপি। একই সঙ্গে দলটি গতকাল থেকে সরকারকে ‘সবক্ষেত্রে’ অসহযোগিতা করার জন্য জনগণকে অনুরোধ করে। গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান রুহুল কবির রিজভী।
বি্নেপির শীর্ষ নেতৃত্বের পক্ষে দেশবাসীকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল দেওয়া স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার আহ্বান জানানা রিজভী। গতকালের সেই আহ্বানের কথা দেশবাসীকে আজও স্মরণ করিয়ে দেন রিজভী।
আজ লিফলেট বিতরনের সময় রুহুল কবির রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক ছাত্রদল নেতা মাহবুব, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।