বর্তমানে কোনো দলে প্রকৃত রাজনীতি নেই: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
ছবি: সংগৃহীত

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, বর্তমানে কোনো দলে প্রকৃত রাজনীতি নেই, রাজনৈতিক দলগুলো মূলত দলাদলির রাজনীতিতে ঢুকে গেছে। রাজনৈতিক বাস্তবতা জনগণের পক্ষে নয়। মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১৭ এপ্রিলকে জাতীয়ভাবে গণপ্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবি জানিয়ে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘১৯৭১ সালের এই দিনে আমরা দেশকে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছি। যার মাধ্যমে আমরা মানুষকে স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি। আমরা পাকিস্তানি শক্তিকে পরাজিত করব, এমন একটা প্রতিশ্রুতি নিয়েই ঘোষণা করা হয়েছে স্বাধীনতার। সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে যেটা যাত্রা শুরু করেছিল, সে উদ্দেশ্যের অনেকটাই অধরা রয়ে গেছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোসাদ্দিক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘আমাদের মানুষের মৌলিক অধিকারের রাজনীতি করার কথা ছিল। কিন্তু আমরা দেখছি উন্নয়নের নামে সরকার গরিবের টাকা দিয়ে তার দলীয় লোকদের পকেটের উন্নয়ন করছে। ১০ টাকায় চাল খাওয়াবে বলে সেই চাল ৮০ টাকায় খেতে হচ্ছে।’

মোসাদ্দিক বিল্লাহ আল-মাদানী আরও বলেন, ‘বিগত নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার হরণ করা করেছে। ঘুষের উন্নতি হয়েছে, চুরির উন্নতি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জীবনমানের উন্নতি হয় নাই। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, জনগণের জন্য কাজ করুন, না হয় জনগণ রাজপথে নেমে এলে আপনারা জনরোষের কবলে পড়ে পালানোর পথ খুঁজে পাবেন না।’

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আইনজীবী তাজুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক লুটপাটের মাধ্যমে জনগণের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। সাম্য প্রতিষ্ঠা করা জনগণের চিন্তার বাইরে চলে গেছে।’