আগামীতে রাজধানী ঢাকায় আন্দোলন সফল করার কৌশল ঠিক করতে বিএনপির শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন ইউনিয়ন পরিষদে নির্বাচিত দলীয় সমর্থক চেয়ারম্যানরা। তাঁরা বলেছেন, মাঠপর্যায়ে যোগ্য নেতৃত্ব প্রয়োজন, যাঁরা কেন্দ্রীয় কর্মসূচি ঠিকভাবে বাস্তবায়ন করতে পারবেন। সবচেয়ে বেশি প্রয়োজন ঢাকায় আন্দোলন সফল করা।
আজ মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে নির্বাচিত দলীয় সমর্থক চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় এ পরামর্শ আসে।
আজ চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় হয়। এতে ১৯৫ চেয়ারম্যান অংশ নেন। বক্তব্য দেন ৩২ জন।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনপ্রতিনিধিদের কাছে আন্দোলনের বিষয়ে সঠিক ও সুনির্দিষ্ট পরামর্শ চান। তিনি মাঠপর্যায়ের জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেখেছেন, গতকাল প্রধানমন্ত্রী নির্বাচন, সংলাপের বিষয়ে কী দাম্ভিকতার সঙ্গে কথা বলেছেন। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে এ সরকারের পতন ঘটাতে হবে। এর কোনো বিকল্প নেই।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি ছিলেন। এ সময় মঞ্চে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লা বুলু, মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ভিপি জয়নাল আবেদিন, জয়নুল আবদিন ফারুক ও আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান। মতবিনিময় সভা পরিচালনা করেন সহসাংগঠনিক সম্পাদক তাইফুল ইসলাম।