বাসার ‘দরজা ভেঙে’ বিএনপি নেতা এ্যানিকে আটক করেছে পুলিশ
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গভীর রাতে পুলিশ বাসার দরজা ভেঙে আটক করেছে। এ অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের প্রধান জহিরউদ্দিন স্বপন আজ সকালে প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ধানমন্ডি এলাকায় শহীদ উদ্দিন চৌধুরীর বাসায় যায়। সেই রাতে পুলিশ বাসার দরজা ভেঙে শহীদ উদ্দিন চৌধুরীকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।
জহিরউদ্দিন স্বপন আরও জানান, এই আটকের খবর পেয়ে তিনি এবং তাঁদের দলের আরেক নেতা মাহবুব উদ্দিন খোকন ধানমন্ডি থানায় যান। তাঁরা সেখানে সারা রাত ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে তাঁরা থানায় আটক রাখা শহীদ উদ্দিন চৌধুরীর সঙ্গেও কথা বলেছেন।
শহীদ উদ্দিন চৌধুরীকে আটকের পর ধানমন্ডি থানা-পুলিশ বিএনপি নেতাদের জানিয়েছে, তাঁর নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর ও ঢাকায় নাশকতার কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে জন্য তাঁকে পুলিশ আটক করেছে।
ধানমন্ডি থানা-পুলিশের এক কর্মকর্তা আজ সকালে প্রথম আলোকে বলেছেন, শহীদ উদ্দন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে আটক করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের প্রধান জহিরউদ্দিন স্বপন বাসার দরজা ভেঙে আটকের এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও আজ এক বিবৃতিতে বাসার দরজা ভেঙে গভীর রাতে পুলিশের আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।