বিরোধীদের নির্মূল করতে চায় আওয়ামী লীগ: এবি পার্টি
একতরফা নির্বাচন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধীদের নির্মূল করতে চায় বলে দাবি করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা।
আজ বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এক সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেন। বর্তমান সরকারের পদত্যাগ ও প্রহসনের নির্বাচন বাতিল করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল শেষে ‘শতকণ্ঠে প্রতিবাদ’ ব্যানারে সমাবেশ করেন দলটির নেতা–কর্মীরা।
সমাবেশে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, একতরফা নির্বাচন ও বিরোধীদের নির্মূল করে আওয়ামী লীগ আবার দেশে বাকশাল চালু করতে যাচ্ছে। এই প্রহসনের নির্বাচন যাঁরা বর্জন করেছেন, তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ এবং যাঁরা অংশ নিচ্ছেন, তাঁরা ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।
এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ছে। সামনে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
সংক্ষিপ্ত এই সমাবেশ সঞ্চালনা করেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক। যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসানসহ দলের আরও অনেকে বক্তব্য দেন।