আওয়ামী লীগ ‘ডামি’ নির্বাচন আবিষ্কার করেছে: ইসলামি আন্দোলন

আওয়ামী লীগ ‘ডামি’ নির্বাচন ও মন্ত্রিসভা আবিষ্কার করেছে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে থাকেন। এবার তাঁর নতুন ফর্মুলা হলো বিরোধী দল ছাড়াও গণতন্ত্র হয়।’

বরিশালের চরমোনাই মাদ্রাসায় শুক্রবার বিকেলে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। ইসলামি আন্দোলন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

ডামি নির্বাচন ও মন্ত্রিসভায় দেশের জনগণের কোনো আগ্রহ নেই উল্লেখ করে সৈয়দ ফয়জুল করিম বলেন, দেশ এক অগ্নিগর্ভে নিপতিত। রিজার্ভ শূন্যের কোঠায় চলে এসেছে। অর্থনৈতিকভাবে দেশ দেউলিয়ার পথে। এর মধ্যে শেষ হলো একতরফা প্রহসনের ডামি নির্বাচন। তিনি আরও বলেন, ডামি নির্বাচনের পর তড়িঘড়ি করে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। কিন্তু জনগণের এই ডামি নির্বাচন ও মন্ত্রিসভা নিয়ে কোনো আগ্রহ নেই। এই ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। সারা দেশের ২৭ ভোটকেন্দ্রে কোনো ভোট না পড়ার মাধ্যমে আওয়ামী লীগও এই নির্বাচন বর্জন করেছে বলে প্রমাণিত হয় বলেও জানান তিনি।