নিহতদের তালিকা প্রকাশের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ হয়। এতে দুই শর বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছেফাইল ছবি: প্রথম আলো

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সংঘর্ষে হতাহতদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ। একই সঙ্গে হত্যায় জড়িতদের বিচার দাবি করেছে তারা।

আজ রোববার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য রাজেকুজ্জামানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। এতে বলা হয় বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের নেতারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ও নির্যাতনে আহতদের খোঁজখবর নেন। তাঁরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন। আহত হওয়ার ধরন ও শারীরিক ক্ষতি দেখে বিস্ময় প্রকাশ করে এ ধরনের হামলা ও পুলিশের গুলিবর্ষণের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা অভিযোগ করেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে মিথ্যাচার করে দেশবাসীর কাছে সত্য গোপন করছে।

আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে গেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।

আরও পড়ুন