সরকারি কর্মচারীদের এত সম্পদ ব্রিটিশ লুটেরাদেরও হার মানিয়েছে: এবি পার্টি

সংবাদ সম্মেলনে কথা বলছেন এবি পার্টির কেন্দ্রীয় নেতারা। আজ বিকেলে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়েছবি: সংগৃহীত

সরকারের কর্মচারীদের এত জমি, ফ্ল্যাট, ব্যাংক অ্যাকাউন্ট আর নগদ অর্থ ব্রিটিশ লুটেরাদেরও হার মানিয়েছে বলে মন্তব্য করেছে এবি পার্টি। সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা এ কথা বলেছেন। সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হওয়া নতুন অর্থবছরের বাজেটের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরবর্তী সময়ে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনে বক্তাদের বক্তব্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে অর্থবিল (বাজেট) ২০২৪ প্রত্যাখ্যান করে এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী সরকারের কর্মকর্তা–কর্মচারীদের দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) বলেন, আওয়ামী লীগের আশ্রয়ে থাকা হাজার হাজার বেনজীর-মতিউর চুরি-দুর্নীতির যে নজির সৃষ্টি করেছেন, তাতে এই দলের নাম এখন নতুন করে ‘আওয়ামী লুটপাট লীগ’ রাখা উচিত। একদিকে জনগণের ওপর করের বোঝা চাপানো হচ্ছে, অন্যদিকে ব্যাংক থেকে আমানতকারীরা ঋণ ও এলসি সুবিধা পাচ্ছে না। ব্যাংকে রাখা আমানত পাচার হয়ে যাচ্ছে বিদেশে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন দলটির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মেজর (অব.) আবদুল ওহাব মিনার, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লে. কর্নেল (অব.) দিদারুল আলম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, সিনিয়র সহকারী সদস্যসচিব আবদুল বাসেত মারজান প্রমুখ।