মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন গ্রেপ্তার

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মোসা. সাফিয়া খাতুনছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বী হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসা. সাফিয়া খাতুনকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী তাঁদের গুলিতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় আকরামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আকরামের বাবা ফারুক খান বাদী হয়ে ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় সাফিয়া খাতুনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোসা. সাফিয়া খাতুনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।