প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য দেন। ঢাকা, ৬ ডিসেম্বরছবি: সংগৃহীত

সংস্কার ছাড়া যারা নির্বাচনের কথা বলে, তারা মনে হয় ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর চরমোনাই)। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন করতে হবে। অতীতের নির্বাচনে ফ্যাসিস্ট তৈরি হয়েছে। তাই আনুপাতিক হার (পিআর) পদ্ধতির নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম এ কথা বলেন।

আওয়ামী লীগ দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ব্যাংক দেউলিয়া হয়েছে। দেশে ব্যাপক লুটপাট হয়েছে। দুর্নীতিবাজ ও ঘুষখোরদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, হাসিনার সহযোগীদের বিচার করতে হবে। যারা এই দুর্নীতিবাজ, লুটেরাদের আবার রাজনীতিতে ফেরাতে চায়, তারা দেশের শত্রু।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন,  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জুলাই-আগস্টের অভ্যুত্থানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে ব্যানার নিয়ে আওয়াজ করেছে। এই সংগঠনের অনেক ছাত্র শাহাদাত বরণ করেছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। এ সংগঠন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে চায়।

পরে ইউসুফ আহমদ মানসুরকে সভাপতি, মুহাম্মাদ মুনতাসির আহমদকে সহসভাপতি ও শেখ মুহাম্মদ মাহবুবুর রহমানকে সেক্রেটারি জেনারেল করে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির। সম্মেলনে ১৩ দফা ঘোষণা উপস্থাপন করা হয়।

সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ প্রমুখ।