উপদেষ্টা পরিষদ নিয়ে বিক্ষোভ
‘আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে’ বিক্ষোভ করেছে ফ্যাসিবাদবিরোধী বিপ্লবী ছাত্র-জনতা। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এরপর প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের হয়ে তা মৎস্য ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু উপদেষ্টা পরিষদে আওয়ামী সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছে, একটা গোষ্ঠী উপদেষ্টা পরিষদে আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও মোস্তফা সরয়ার ফারুকী আওয়ামী লীগের সুবিধাভোগী। আর সেখ বশির উদ্দিন হত্যা মামলার আসামি।
আবু হানিফ বলেন, অন্তর্বতী সরকারের উচিত হবে, যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে আলোচনা করা। সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যাতে দেশের মানুষ সরকারের বিপক্ষে রাস্তায় নামে।
নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সভা সঞ্চালনা করেন মুনতাজুল ইসলাম। আব্দুর জাহের, মাহফুজুর রহমান খান, তোফাজ্জল হোসেন, শাকিল উজ্জামান প্রমুখ এতে বক্তব্য দেন।